সাতক্ষীরা জেলাধীন শ্যামনগর উপজেলার খোলপেটুয়া নদীর গাঁ ঘেঁষে পদ্মপুকর ইউনিয়নের একমাত্র নারী শিক্ষা প্রতিষ্ঠান পাখিমারা আমিনিয়া মহিলা দাখিল মাদ্রাসাটি অবস্থিত । অত্র ইউনিয়নে আর কোন নারী শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় সর্বস্তরের জন সাধারনরে দাবীর প্রেক্ষিতে ইং- ২০০০ সালে পাখিমারা গ্রামের বিশিষ্ট আলেমে দ্বীন ও শিক্ষানুরাগী আলহাজ্ব মাওলানা রেজাউল করিম অত্র জনপদে একটি আধুনিক ডিজিটাল ও যুগ উপযোগী শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করে শিক্ষার আলো বিস্তার করে যাচ্ছেন । লেখা পড়ার পাশাপাশি কোরআন ও হাদিসের আলোকে বিভিন্ন সামাজকি ও ধর্মীয় কর্মকাণ্ডে পাখিমারা আমিনিয়া মহিলা দাখিল মাদ্রাসাটির রয়েছে গৌরবময় ইতহিাস। আলহাজ্ব মাওলানা রেজাউল করিম -সুপারেনটেনডেন্ট পাখিমারা আমিনিয়া মহিলা দাখিল মাদ্রাসা